শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / ফেনসিডিল উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

ফেনসিডিল উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধারের একটি মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।
দন্ডিত মো. ইদ্রিস (৪০) ফেনীর দৌলতপুর এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর পলোগ্রাউন্ড এলাকার মেলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ফেনসিডিলসহ কমিউনিটি সেন্টারের দারোয়ান ইদ্রিসকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তিনি আরও বলেন, এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক ওসমান কবির কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় ২০১৫ সালের ২২ অক্টোবর অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …