শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ঃ মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ জাফর আলী খান নির্বাচিত

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ঃ মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ জাফর আলী খান নির্বাচিত

॥ নন্দন দেবনাথ ॥ রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ জাফর আলী খান বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭৯৮। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুর রহমান পেয়েছেন ২২২৭ ভোট। অপর বিএনপি প্রার্থী মোঃ ওমর আলী পেয়েছেন ১৭৯৮ ভোট। গতকাল রাতে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন এই ফলাফল ঘোষণা করে আওয়ামীলীগের প্রার্থী মোঃ জাফর আলী খানকে পৌর মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করে।
গতকাল সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসের প্রতিটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করলে উৎসুক জনতা করতালির মাধ্যমে তাদেরকে সাধুবাদ জানান। এ সময় নির্বাচন অফিস থেকে রিটানিং অফিসার যখন একেক করে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ঠিক তখনই বিজয়ীদের সমর্থকরা আশায় বুক বাঁধ থাকে। গতকাল রাত ১০ টা পর্যন্ত নির্বাচন অফিসে ছিলো উৎসুক জনতার ভীড়।
অন্যদিকে দলীয় ভাবে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজস্ব এজেন্ট এর মাধ্যমে ফলাফল পেতে থাকে বিকাল সাড়ে ৫ টার পর থেকে। একে একে যখন নির্বাচনী ফলাফল আসতে শুরু করে বিজয়ীরা উল্লাসে ফেটে পড়ে এবং পরাজিতরা মনের বেদনা নিয়ে বসে থাকে।
গতকাল সন্ধ্যায় নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলের বিবরণ তুলে ধরা হলো।
১। মারিশ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরান মারিশ্যা মোঃ জাফর আলী খান-৪১৭, মোঃ আজিজুর রহমান-৩৮৫, মোঃ ওমর আলী- ৫৩২ ভোট। আয়নামতি আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় গুচ্ছগ্রাম কেন্দ্রে মোঃ জাফর আলী খান-২১৪, মোঃ আজিজুর রহমান-৩৭১, মোঃ ওমর আলী-২৫০ ভোট। মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয় মুসলিম ব্লক কেন্দ্রে মোঃ জাফর আলী খান-১৯০, মোঃ আজিজুর রহমান-৩৪৪, মোঃ ওমর আলী-২০৪ ভোট। কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা সদরে মোঃ জাফর আলী খান-৩৯৪, মোঃ আজিজুর রহমান-৩৩৮, মোঃ ওমর আলী-১১১ ভোট। কাচালং সরকারী প্রাথমিক বিদ্যালয় মডেল টাউন কেন্দ্রে মোঃ জাফর আলী খান-৫২৫, মোঃ আজিজুর রহমান-২৫৫, মোঃ ওমর আলী-১১১ ভোট। বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় বটতলী কেন্দ্রে মোঃ জাফর আলী খান-৮৭৪, মোঃ আজিজুর রহমান-৩৫, মোঃ ওমর আলী-১৯৭ ভোট। বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরানবস্তী কেন্দ্রে মোঃ জাফর আলী খান-৩৮৬, মোঃ আজিজুর রহমান-১১০, মোঃ ওমর আলী-২২৯ ভোট। জীবঙ্গছড়া বাবুপাড়া কমিউনিটি সেন্টার বাবু পাড়া কেন্দ্রে মোঃ জাফর আলী খান-৪৩৩, মোঃ আজিজুর রহমান-১৮৭, মোঃ ওমর আলী-৫০ ভোট।বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় বাঘাইছড়ি কেন্দ্রে মোঃ জাফর আলী খান-৩৬৫, মোঃ আজিজুর রহমান-২০২, মোঃ ওমর আলী-১১৪ ভোট।
সর্ব মোট ১০ হাজার ১৭৭ ভোটের মধ্য ভোট পড়েছে ৭৯ শতাংশ। তার মধ্যে বৈধ ভোট হচ্ছে ৭ হাজার ৮২৩ অবৈধ বাতিলকৃত ভোট হচ্ছে ১৭৯ মোট ভোট হচ্ছে ৮ হাজার ২ ভোট।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …