বান্দরবানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ
॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এবারের সভায় বান্দরবানের রুমা এবং লামা উপজেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়াও জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত দিয়ে মাদকদ্রব্য প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শম্পা রাণী সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য লক্ষীপদ দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা, এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, সিভিল সার্জন উদয় শংকর চাকমা, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইসমাইল সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।