বান্দরবানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গত শুক্রবার রাত নয়টায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বান্দরবান শহরের ভেনাস রিসোর্টে এক সভায় বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন এবং পার্বত্য জেলা পরিষদের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ,মন্ত্রীর একান্ত সচিব মহসিন চৌধুরী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড.ফরিদ উদ্দিন আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য লক্ষীপদ দাস,সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য তিং তিং ম্যা মারমা, সদস্য ফাতেমা পারুল, সদস্য মোস্তফা জামাল, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী র্কমর্কতা নুরুল আবছারসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বান্দরবানের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরণের রাজনীতি চলবেনা, রাজনীতি করতে হলে বিশ্ববিদ্যালয়ের বাইরে করতে হবে।
পরে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের লগো উন্মোচন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বান্দরবান পার্বত্য জেলায় এই প্রথম বেসরকারী উদ্দ্যেগে বিশ্ববিদ্যালয় চালু হবে।