চলতি ২০১৭ সালে হজ পালনের জন্য বেসরকারি হাজীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিবন্ধন চলবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান আজ সচিবালয়ে বেসরকারি হাজীদের এই নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন।
এ বছর এক লাখ ১৭ হাজার ৭৫৮ জন হাজী হজের জন্য বেসরকারিভাবে নিবন্ধিত হতে পারবেন।
এ লক্ষ্যে ১ হাজার ১১৮টি হজ এজেন্সি কাজ করছে। প্রতিটি এজেন্সি সর্বোচ্চ ১৫০ জনকে নিবন্ধিত করতে পারবে।
সরকারিভাবে হাজী নিবন্ধন কার্যক্রম ২০ জানুয়ারি শুরু হয়েছে। এবছর মোট ১০ হাজার হাজী সরকারিভাবে নিবন্ধিত হতে পারবেন।
সূত্র : বাসস