খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ির ভগবানটিলা নামক এলাকায় পুলিশবাহি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার পুলিশ সদস্য আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মাটিরাঙা সদরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদেশী দাতা সংস্থা ইউএনডিপি প্রতিনিধি দল মাটিরাঙা তাইন্দং এলাকায় পরিদর্শন শেষে ফেরার পথে দায়িত্বরত পুলিশ সদস্যদের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় পুলিশ হাবিলদার রতন মিয়া, কং-ফারুক, কং-বিজয় বড়ুয়া, কং-এম.এম খালেদ আহত হয়। পরে ইউএনডিপির গাড়ী করে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক কং-বিজয় বড়ুয়া, কং-এম.এম খালেদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং জানিয়েছেন গুরুতর আহত অবস্থায় ২জনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।