শিরোনাম
প্রচ্ছদ / খেলা / মিশরকে হারিয়ে শিরোপা ক্যামেরুনের ঘরে

মিশরকে হারিয়ে শিরোপা ক্যামেরুনের ঘরে

পঞ্চমবারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা ঘরে তুলেছে ক্যামেরুন। শক্তিশালী মিসরকে ২-১ ব্যবধানে হারিয়ে এ শিরোপা ঘরে তোলে দলটি।

টানটান উত্তেজনায় ফাইনালের ফলাফল ১-১ ব্যবধানে ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু ওই সময় ক্যামেরুন দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ভিনসেন্ট আবু বকর। ম্যাচের ৮৮ মিনিটে সিবাস্তেইন সিয়ানির বাড়ানো বল থেকে দারুণ দক্ষতায় দলের ব্যবধান ২-১ করেন তিনি। ম্যাচের শেষ সময়ে এমন গোলের পর আর খেলায় ফেরা সম্ভব হয়নি মিশরের। ফলে এ ব্যবধানেই চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস মাতে ক্যামেরুন।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …