মিসর থেকে ইসরাইলের রাষ্ট্রদূত প্রত্যাহার

মিসরে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ডেভিড কোভরিনকে প্রত্যাহার করা হয়েছে। ইসরাইলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেথ এ খবর নিশ্চিত করেছে।
নিরাপত্তার ঘাটতির কথা বিবেচনা করে কোভরিনকে ইসরাইলে ফেরত নেয়া হয়েছে বলে শিন বেথ জানিয়েছে। তবে কোভরিনের জন্য কী ধরনের নিরাপত্তার ঝুঁকি ছিল এবং কখন তাকে ফেরত নেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গুপ্তচর সংস্থাটি।
ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, মিসরে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ডেভিড কোভরিনকে গত বছরের শেষ দিকে ফেরত নেয়া হয়েছে। টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, কোভরিন বর্তমানে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে কর্মরত রয়েছেন এবং শিগগিরি তিনি মিসরে ফিরবেন বলে তেল আবিব আশা করছে।
গত কয়েক মাস ধরে মিসরে একের পর এক সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলার সাথে কোভরিনের প্রত্যাহারের কোনো সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার নয়। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে মিসরে ইসরাইলি দূতাবাসে হামলা হয়েছিল। তারপর ইসরাইল কায়রোয় দূতাবাস বন্ধ করে দেয়। সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি ক্ষমতায় আসার পর ২০১৫ সালে আবার কায়রোয় দূতাবাসের কার্যক্রম শুরু করে ইসরাইল।
সূত্র : ওয়েবসাইট

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728