শিরোনাম
প্রচ্ছদ / চট্টগ্রাম / মুজাফরাবাদের কৃতি সন্তান স্বর্গীয় ডাঃ সুভাষ রঞ্জন চৌধুরী’র ১৯তম মৃত্যুবার্ষিকী

মুজাফরাবাদের কৃতি সন্তান স্বর্গীয় ডাঃ সুভাষ রঞ্জন চৌধুরী’র ১৯তম মৃত্যুবার্ষিকী

পটিয়া পল্লী ডাক্তার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মুজাফরাবাদের কৃতি সন্তান স্বর্গীয় ডাঃ সুভাষ রঞ্জন চৌধুরী’র ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অদ্য ৪ ফেব্রুয়ারি ’১৭ সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী প্রয়াতের বাসভবনে অনুষ্ঠিত হয়। সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট কলামিষ্ট ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ হাসান শহীদুল আলমের নেতৃত্বে প্রয়াতের শ্মশানে পটিয়া পল্লী ডাক্তার সমিতি’র পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হয়। এর পরে ডাঃ মিলন সেনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ডাঃ অনিল বিশ্বাসের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হাসান শহীদুল আলম, প্রয়াত ডাঃ সুভাষ রঞ্জন চৌধুরীর বিশাল কর্মময় জীবনের আলোকিত দিকগুলো নিয়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম পল্লী ডাক্তার সমিতির জেলার সাধারণ সম্পাদক ডাঃ সন্তোষ কান্তি দেব, ডাঃ লক্ষী নারায়ন চৌধুরী, রাখাল বিশ্বাস, ডাঃ এস.কে ধর, রণজিত ধর, শ্যামল দাশ চৌধুরী, সুভাষ দত্ত, ফজলুল হক, ডাঃ কাজল বাবু ও প্রয়াতের সহধর্মিনী অঞ্জু চৌধুরী এবং পুত্রত্রয় যথাক্রমে সঞ্জয় চৌধুরী, মিথুন চৌধুরী ও ছোটন চৌধুরী। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রয়াত সুভাষ রঞ্জন চৌধুরীর আদর্শকে ধারণ করে সমিতির কর্মকান্ডকে আরো বেগবান করার জন্য গুরুত্ব আরোপ করেন। সভায় অন্যান্য বক্তাবৃন্দ প্রয়াত ডাঃ সুভাষ রঞ্জন চৌধুরী তাঁর জীবদ্দশায় স্বাস্থ্য সেবার পাশাপাশি মুজাফরাবাদ কলেজ, মুজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়, পূর্ব মুজাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম গুলচেমন আরা গালর্স একাডেমী, মুজাফরাবাদ সার্বজনীন কালি মন্দির, মুজাফরাবাদ তরুণ সংঘ, মুজাফরাবাদ সৎসঙ্গ ও রওশন হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত হয়ে সমাজকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াতের বড় সন্তান বিশিষ্ট শিক্ষক সঞ্জয় চৌধুরী বিগত ১৯ বছর ধরে পটিয়া পল্লী ডাক্তার সমিতি প্রতি বছর এধরনের কর্মসূচী পালনের জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতিকে আরো বৃহত্তর পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিমত ব্যক্ত করেন।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …