শিরোনাম
প্রচ্ছদ / খেলা / ম্যারাডোনা-নাদালের উপস্থিতিতে দুর্দান্ত রিয়াল

ম্যারাডোনা-নাদালের উপস্থিতিতে দুর্দান্ত রিয়াল

স্যান্টিয়াগো বার্নাব্যুতে চাঁদের হাট বসেছিল বৃহস্পতিবার৷ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই দেখতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে হাজির ছিলেন দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও ডিয়াগো ম্যারাডোনা৷ খেলা শেষে একগাল হাসি নিয়েই মাঠ ছাড়লেন টেনিসের সুপারস্টার নাদাল৷ তার দল রিয়াল জিতেছে৷ স্বাভাবিক ভাবেই খুশি তিনি৷ এই ক্লাবেরই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন নাদাল৷ অন্যদিকে ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা চোখে মুখে ছিল হতাশা আর ক্ষোভ৷ যে ক্লাবে তিনি খেলতেন সেই নাপোলিকে হারতে হলো৷ রিয়াল ৩-১ উড়িয়ে দিল নাপোলিকে৷ ইতালিয়ান ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পথে তিনি৷ ফলে ভিআইপি বক্সে বসে হার হজম করতে পারলেন না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলারটি৷
এদিন রিয়াল শুরুতেই পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ছিনিয়ে আনল৷ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গতবারের চ্যাম্পিয়নরা জ্বলে উঠল দ্বিতীয়ার্ধেই৷ ম্যাচ শুরুর ২০ সেকেন্ডের মধ্যেই রিয়ালকে এগিয়ে দিতে পারতেন করিম বেঞ্জিমা৷ রোনাল্ডোর দুর্দান্ত মাপা ক্রস পেয়েও কাজে লাগাতে পারলেন না তিনি৷ উল্টে আট মিনিটের মাথায় জিদানের দল গোল হজম করে বসল ৷ইতালিয়ান ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিগনের দুর্দান্ত শটে পরাস্ত হলেন কিলর নাভাস৷ বার্নাব্যুর মন খারাপ করে দিলেন তিনি৷
ম্যাচের ১২ মিনিটে বেঞ্জিমা আবার গোলের সুযোগ নষ্ট করলেন৷ কিন্তু খেলার বয়স যখন ১৮ ঠিক তখনই পাপের প্রায়শ্চিত্ত করলেন সেই ফ্রান্সের ব্রাত্য স্ট্রাইকার৷ কার্বাহালের ভাসানো ক্রসে এবার আর হেড করতে ভুল করলেন না তিনি৷ কিন্তু প্রথমার্ধে রিয়াল আরো দু’টি সুযোগ নষ্ট করল৷সঙ্গে বেঞ্জিমাও৷
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে উঠে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল৷ ম্যাচের ৩৩ মিনিটে সিআর সেভেনের বাইলাইন ক্রস থেকে টনি ক্রুস দুর্দান্ত শটে রিয়ালকে এগিয়ে দেন৷ এর ঠিক তিন মিনিট পরেই ক্যাসেমিরোর ভলিতে রিয়াল স্কোরলাইন ৩-১ করে৷
এদিন রোনাল্ডো নিজে গোল পাননি ঠিকই৷ কিন্ত গোল করালেন৷ সুযোগও তৈরি করে দিলেন অনেক৷ সুযোগ হাতছাড়ার খেসারত না-দিতে হলে রিয়াল এই ম্যাচটা কমপক্ষে হাফ ডজন গোলে জিততে পারত৷টপ বিডি নিউজ।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …