যৌথ বাহিনীর ৫ ঘন্টার অভিযান ঃ খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সামরিক শাখার প্রধান প্রদীপন খীসার বাসায় চাঁদার রশিদসহ গুরত্বপূর্ণ নথী সহ ৮০ লাখ টাকা উদ্বার

যৌথ বাহিনীর ৫ ঘন্টার অভিযান ঃ খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সামরিক শাখার
প্রধান প্রদীপন খীসার বাসায় চাঁদার রশিদসহ গুরত্বপূর্ণ নথী সহ ৮০ লাখ টাকা উদ্বার

॥ বিশেষ প্রতিনিধি:  পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ ইউপিডিএফ’র  সামরিক শাখার প্রধান প্রদীপন খীসা‘র বাড়িতে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্বার করেছে যৌথবাহিনীর সদস্যরা। জেলা সদরের জামতলী এলাকায় অবস্থিত তার বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত প্রায় ৫ ঘন্টা এই অভিযান চালিয়ে চাঁদার রশিদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ইউপিডিএফ নেতাকে বাড়িতে পাওয়া যায়নি। এসময় চাঁদার রশিদ, চাঁদার টাকা, খরচের হিসাবপত্রসহ মোবাইল ও গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তার ঘরে অভিযান চালিয়ে রাইস কুকার, বিভিন্ন পলিথিন, ও টিনের কোটা থেকে টাকা উদ্ধার করা হয়।  খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা থেকে  ভোর  প্রায় সোয়া ৫টা  পর্যন্ত এ অভিযান চালানো হয়। তবে চালানো অভিযানে ইউপিডিএফ নেতাকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে প্রদীপন খীসা বাড়ি থেকে পালিয়ে গেছে। অভিযানের সময়  ৮০ লাখ টাকা ,চাঁদার রশিদ, চাঁদার টাকা খরচের হিসাবপত্রসহ গুরুত্বপূর্ন কাগজপত্র উদ্বার করা হয়। তার কাছে পাওয়ার চাঁদা আদায়ের বিভিন্ন খাত গুলোর একটি তালিকা পাওয়া গেছে খাত গুলো হচ্ছে গাছের ট্যাক্স, গাছ ব্যবসার পাশ, গাছ বাগান পাশ, তামাক ক্ষেত, পাওয়ার টিলার পাশ, গরু গাড়ী পাশ, গণ বাজেট বরাদ্দ, গাছের ট্যাক্স, ফুল ব্যবসার পাশ, কাচামাল ব্যবসা, ধানের মেশিন পাশ, স্কুল নির্মাণ বাদ, ব্রীক ফিল্ড বাবদ, শন বাগান ট্যাক্স, গাড়ীর পাশ, সহ আরো বিভিন্ন ট্যাক্স আদায় করা হয়।
মধ্যরাতে ইউপিডিএফ নেতার বাড়িতে সেনা হামলা ঃ সেবা খাতে উত্তোলিত গণচাঁদা ছিনতাই
গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার সময় সেনাবাহিনীর একটি দল খাগড়াছড়ি সদরের পেরাছড়াস্থ জামতলীতে ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়িতে হানা দিয়ে তল্লাশির নামে জিনিসপত্র এলোপাথারি ছড়িয়ে তছনছ ও ভাঙচুর করেছে। আলুটিলায় ট্রাকের চাপায় নিহতদের পরিবার ও আহতদের সহায়তাসহ বিভিন্ন সময় সেবামূলক খাতে প্রদানের লক্ষ্যে সংগৃহীত আশি লক্ষাধিক টাকাও সেনা দলটি ছিনতাই করে নিয়ে গেছে। উক্ত ঘটনায় ইউপিডিএফের খাগড়াছড়ি জেলায় ভারপ্রাপ্ত হিসেবে কর্মরত প্রদীপন খীসা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘লক্ষ্মীছড়িতে ইংরেজি নববর্ষের শুরুতে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা’কে সরকারি বাসভবনে মধ্যরাতে দরজা ভেঙে অস্ত্র গুঁজে দিয়ে গ্রেফতার-মারধরের ফলো-আপ হচ্ছে জামতলীতে আমার বাড়িতে হামলা। আমার বাড়িতে অস্ত্র খুঁজে পেলে অবাক হবার থাকত না, এমন কা-ই তো তারা ঘটাচ্ছে! উজ্জ্বল স্মৃতি চাকমাকেও তো মিটিঙ থেকে ধরে নিয়ে মারধর করে, অস্ত্র গুঁজে দিয়ে জেলে দিয়েছিল।’ পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির ভয়াবহতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে আবারো দিবালোকের মত স্পষ্ট হলো যে, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কেউ আর নিরাপদ নই। নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান যদি সরকারি বাসভবনে নিরাপদে ঘুমাতে না পারেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। যে কেউ যখন তখন লাঞ্ছিত অপদস্থ হতে পারে। সরকার আমাদের জাতীয়তার স্বীকৃতি দেয় না। আসলে আমাদের নাগরিক হিসেবে গণ্য করে না। সে কারণে এভাবে বর্বরোচিত দমন-পীড়ন চলছে।’‘দেশে এখন ফ্যাসিবাদী শাসন চলছে। পাহাড়ে ইউপিডিএফই প্রধান টার্গেট’– মন্তব্য করে প্রদীপন খীসা আরো বলেন,‘সরকারের দমন-পীড়ন আশি দশকের জ্বালাও-পোড়াও পরিস্থিতি সৃৃষ্টি করেছে। বিশেষ করে সেনাবাহিনীর মধ্যকার জঙ্গী সম্পৃক্ত পাকিস্তানপন্থী একটি কায়েমী স্বার্থবাদী চক্র ভীষণ তৎপর। নিজেদের অপকর্ম আড়াল করে হীন স্বার্থ চরিতার্থ করতে তারা নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।’ ‘দমন-পীড়নের পরিণাম কখনই ভাল হয় না’ বলে তিনি সরকারকে সতর্ক করে দেন। খাগড়াছড়ির নারাঙহিয়াস্থ পার্টি হাউজ থেকে ছিনতাইকৃত হিল উইমেন্স ফেডারেশনের অর্থ, সংগঠনের মালামাল এবং জামতলীর বাসায় গচ্ছিত গণচাঁদা ফিরিয়ে দেয়ার জন্য ইউপিডিএফ নেতা সরকারের নিকট আহ্বান জানান। উল্লেখ্য যে, অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার কারণে বাড়িতে সেনা হামলার সময় প্রদীপন খীসা ছিলেন না।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728