শিরোনাম
প্রচ্ছদ / বান্দরবান / লামায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

লামায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামাঃ-লামায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে হ্লাচিং থোয়াই মার্মা (২০) নামে এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার খিন ওয়ান নু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। হ্লাচিং থোয়াই লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা মংক্রাথোয়াই মার্মার ছেলে।
জানা গেছে, লামা পৌরসভা ৬নং ওয়ার্ডে অবস্থিত মহামুনি শিশু সদনের এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় হ্লাচিং থোয়াই প্রায় সময় উত্ত্যক্ত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার বিকালে বখাটে হ্লাচিংকে হাতেনাতে আটক করা জন্য ফাঁদ পাতে। স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক করে। হ্লাচিং থোয়াইকে ভ্রাম্যমাণ আদালতে বিচারক তাকে ৫০৯ ধারা মতে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন।
ইভটিজিং করার দায়ে বখাটে হ্লাচিং থোয়াই মার্মাকে কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার খিন ওয়ান নু।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …