নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নুরুল হুদা বলেছেন, রাষ্ট্রপতি আমাকে সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় কৃতজ্ঞ। দায়িত্বটি আমি নিরপেক্ষভাবে সংবিধান ও আইন মেনে পালন করবো।
সিইসির সাথে সোমবার চারজন নির্বাচন কমিশনার নিয়োগও দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহ্বুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। গতকাল সোমবার রাতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়। আজ মঙ্গলবার এই নিয়োগ আদেশের গেজেট প্রকাশ করা হবে। প্রধান বিচারপতি সুবিধাজনক সময়ে তাদের শপথ পাঠ করাবেন।
সোমবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আশা প্রকাশ করে নুরুল হুদা আরো বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই।’