সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিরাজগঞ্জে গুলিবিদ্ধ হযে সাংবাদিক নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয় উভয় দিক থেকেই ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় ২য় গোমতী সেতুর পিয়ার-২-এর স্টিল পাইল ড্রাইভিংয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি এ সময় নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান প্রমুখ তার সাথে ছিলেন।