হ্নীলায় দুই ছাত্র ৩দিন ধরে নিখোঁজ

টেকনাফের হ্নীলায় স্কুলে যাওয়ার নাম করে বের হয়ে যাওয়া দুই স্কুল ছাত্র ৩দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ছেলেদের সন্ধান না পেয়ে মা-বাবাসহ পরিজন মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। জানা যায় ১১ ফেব্রুয়ারী সকাল ৯টারদিকে টেকনাফের হ্নীলা হাইস্কুলে অধ্যয়নরত পশ্চিম লেদার নুর মোহাম্মদ ও গুলজার বেগম দম্পতির পুত্র আবু হুমাইর (১৫) এবং সৌদি প্রবাসী মোহাম্মদ আলম ও শামসুন নাহার দম্পতির ২য় পুত্র মোঃ শহীদুল ইসলাম (১৬) স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে অদ্যাবধি ফিরে আসেনি। নিখোঁজ আবু হুমাইরের পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট, জ্যাকেট এবং সৌদি প্রবাসী মোহাম্মদ আলম ও শামসুন নাহার দম্পতির ২য় পুত্র মোঃ শহীদুল ইসলামের পরনে ছিল কালো প্যান্ট, সাদা শার্ট ও লাল রংয়ের ব্লাজার। ৩ দিন ধরে পরিবারের সাথে কোন ধরনের যোগাযোগ না থাকায় সকলে আতংকিত হয়ে পড়েছেন। এব্যাপারে হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন বিষয়টি আমাকে অবগত না করায় কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কোন বন্ধু-বান্ধবের বাসায় অবস্থান করছে কিনা তা খতিয়ে দেখে শীঘ্রই এই ব্যাপারে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হবে বলে জানান। কেউ তাদের সন্ধান পেলে নিম্মোক্ত মুঠোফোনে (০১৮১১-৩৬৪৬৪৬; ০১৮৫০-৯৫৬৭০৬; ০১৮৬২-৬৫৮৮৩৮;০১৮২৩-৯৬৬৪৫৩ যোগাযোগ করার অনুরুধ জানানো হয়েছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728