দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউবের জন্য নির্মিত ছোটদৈর্ঘ্যের সিনেমা। তাতে নাম লেখাচ্ছেন জনপ্রিয় তারকারাও। সে যাত্রায় সামিল হলেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
‘সুজয়ের চিঠি’ শিরোনামের ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবিতে সম্প্রতি অভিনয় করলেন এ নায়িকা। মৌসুমীর বিপরীতে আছেন রাশেদ ভূঁইয়া। রাহাত চৌধুরীর রচনায় পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, মুক্তিযুদ্ধকালীন দুই তরুণ-তরুণীর পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সুজয়ের চিঠি’।
এর আগে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। তবে সেটি দেশের বাইরের উৎসবে দেখানোর জন্য বানানো হয়েছিল।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত ‘লিডার’ ও ‘একাত্তরের পোস্টমাস্টার’। সিনেমা দুটিতে তার নায়ক ফেরদৌস। অন্যদিকে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে। এতে তার বিপরীতে আছেন ডিপজল। এছাড়া সজলের বিপরীতে শিগগিরই একটি টেলিছবিতে দেখা যাবে মৌসুমীকে।