২০০১ এর নির্বাচনের পর বিএনপি মিরসরাইতে সুনীল সাধু, রেবতী মোহন জলদাস সহ ২৯ জনকে হত্যা করেছে —- মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

॥ মিরসরাই প্রতিনিধি ॥ বাংলাদেশ পুলিশের উদ্দেশ্য হলো, সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে পুলিশের সৌহার্দপূর্ন সর্ম্পক গড়ে তুলে সবধরনের পুলিশি সেবা আন্তরিকভাবে জনগনের দোরগোড়ায় পৌছে দেয়া। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে পুলিশিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। একশ্রেণীর দালালরা সাধারণ মানুষকে পুলিশি সেবার কথা বলে হয়রানী করে থাকে, তাই দালালের মাধ্যমে যেন জনগন পুলিশকে চিনতে না হয়। ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পাতিবার) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা কমিউনিটি পুলিশের মহাসমাবেশে প্রধান আলোচকের বক্তৃতাদানকালে বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম পিপিএম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বতর্মান সময়ে বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জঙ্গীবাদ।  জামায়াত ইসলাম ধর্মের দোহাই দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। তারা মানুষকে ভুল বুঝিয়ে বিপদগামী করছে।  তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখুন। পারিবারিক ভাবে বাবা-মায়েরা সন্তানের প্রতি খেয়াল রাখলে দেশ থেকে জঙ্গীবাদ অনেকাংশে নিমূল হয়ে যাবে।
উক্ত সমাবেশের প্রধান অতিথি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএনপি দেশের জনগনকে উপহার দিয়েছে চুরি ডাকাতি রাহাজানি আর সন্ত্রাস। ২০০১ এর নির্বাচনের পর বিএনপি মিরসরাইতে সুনীল সাধু, রেবতী মোহন জলদাস সহ ২৯ জনকে হত্যা করেছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ফিরিয়ে এনেছি  শান্তি প্রতিষ্ঠা করেছি। এই সময় তিনি সব শ্রেণীর মানুষকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে, আবৃত্তি শিল্পী জাভেদ হোসেন ও অনিন্দিতা দত্ত’র সঞ্চালনায় উক্ত মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামছুল আরেফিন, ডি আইজি চট্টগ্রাম রেঞ্জ শফিকুল ইসলাম বিপিএম, পুলিশ কমিশনার ইকবাল বাহার, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিডিএর সদস্য জসিম উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মাহাতাব উদ্দিন হাসান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ফরিদ, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, জোরারগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জহির উদ্দিন ইরান, সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান, মিরমরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির চৌধুরী প্রমুখ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728