ঘণ্টায় ২৬৩ কিলোমিটার বেগে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ডেবি’। আর এতে ২৫ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ঝড়ের কারণে ইতোমধ্যে দেশটির জনপ্রিয় হোয়াইটসানডে দ্বীপপুঞ্জে প্রায় ২৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আঘাত হানার পর ঝড়টি বোয়েন ও এয়ারলি সৈকতের মাঝে একটি তটরেখা তৈরি করেছে বলেও জানিয়েছে কুইন্সল্যান্ডের পুলিশ। এর আগে অস্ট্রেলীয় সরকার ও আবহাওয়া বিভাগের পক্ষ থেকে এই ঝড়ের ব্যাপারে তীব্র সতর্কতা জারি করা হয়।কুইন্সল্যান্ডের প্রধান অনাস্টাসিয়া পালাজকজুক বলেন, এটি ২০১১ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসির মতো ভয়াবহ হতে পারে। সূত্র: বিবিসি