শিরোনাম
প্রচ্ছদ / তৃণমূল / আগৈলঝাড়ার একটি ব্রিজ মরণ ফাঁদে পরিণত

আগৈলঝাড়ার একটি ব্রিজ মরণ ফাঁদে পরিণত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি লোহার আয়রন ব্রিজ ও স্লাব ধ্বসে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই চারটি ব্রিজ দিয়ে শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছেন। অথচ ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোন মাথাব্যথা নেই।সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার গৈলা-শিহিপাশা সড়কের উত্তর শিহিপাশা পশ্চিমপাড়া গ্রামের কালাচাঁন সরদারের বাড়ির সামনের আয়রন ব্রিজের স্লাব ধ্বসে পরায় ওই ব্রিজ দিয়ে দীর্ঘদিন থেকে ছোটবড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা বিকল্প হিসেবে ব্রিজের ওপর কাঠ বিছিয়ে চলাচল করলেও শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই করুণ। ওই ব্রিজ দিয়ে প্রতিদিন জবসেন, রাংতা, ফুল্লশ্রী, শিহিপাশা গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করছে। ভূক্তভোগী গ্রামবাসী জরুরি ভিত্তিতে মরণ ফাঁদে পরিণত হওয়া ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট এলজিইডি বিভাগের উধ্বর্তন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামণা করেছেন।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …