শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / আফগানিস্তানে ড্রোন হামলায় আইএসের ২৬ জঙ্গি নিহত

আফগানিস্তানে ড্রোন হামলায় আইএসের ২৬ জঙ্গি নিহত

পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার নামক প্রদেশে গোপন জঙ্গি আস্তানায় বিমান থেকে ফেলা ড্রোন হামলায় ২৬ আইএস জঙ্গি নিহত হয়েছে। দেশের প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার এ কথা জানান।
হজরত হুসাইন মাশরিকোয়াল জানান, সোমবার চালকবিহীন বিমান থেকে জঙ্গি আস্তানায় চালানো বোমা হামলায় আচিন জেলায় ২৪ জন এবং নাজিয়ান জেলায় আরও দুই জন জঙ্গি প্রাণ হারায়।
উল্লেখ্য, আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী সাধারণত আফগানিস্তানের জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে। আফগান রাজধানী কাবুল থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত নাঙ্গারহার প্রদেশে সক্রিয় আইএস জঙ্গিদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।-বাসস।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …