শিরোনাম
প্রচ্ছদ / আন্তর্জাতিক / ঘানায় পর্যটন স্পটে গাছ উপড়ে নিহত ২০

ঘানায় পর্যটন স্পটে গাছ উপড়ে নিহত ২০

ঘানার জনপ্রিয় পর্যটন স্পট কিনট্যাম্পো জলপ্রপাতে বিশাল একটি গাছ উপড়ে পড়ে ২০ জন নিহত ও বহু আহত হয়েছে বলে জানা গেছে। বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়ো বাতাসে জলপ্রপাতের ওপরের দিক থেকে একটি গাছ জলপ্রপাতটির পানিতে সাঁতার কাটা লোকজনের ওপরে গিয়ে পড়ে।এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান বলে জানিয়েছেন ঘানার দমকল বিভাগের মুখপাত্র প্রিন্স বিলি অ্যাঙ্গলাতি। নিহতদের অধিকাংশ ওয়েঞ্চি মেথডিস্ট সিনিয়র হাইস্কুলের ভূগোলের ছাত্র। শিক্ষাসফরে সেখানে গিয়েছিল তারা। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীদের একটি যৌথ দল উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। চেইন-স দিয়ে ডাল কেটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …