॥ গুইমারা সংবাদদাতা ॥ জমে উঠেছে খাগড়াছড়ি’র ঐতিহ্যবাহী গুইমারা উপজেলার চাইন্দামুনি বৌদ্ধ মেলা। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ধোধন করেন।
পরে প্রদীপ প্রজ্জলন, প্রবজ্যা গ্রহণ, কল্প তরু, সংঘ দান ও ধর্ম দেশনার মধ্যেদিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। প্রায় ২শত বছরের পুরনো পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় প্রতি বছর অর্থ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বিভিন্ন প্রতিকুলতার কারনে এবার ৩দিনের পরিবর্তে মেলা চলে একদিন।
দিনব্যাপী এই মেলায় তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সাম্প্রদায়িক সম্প্রীতি মিলন মেলায় পরিনত হয়। মেলায় পাহাড়ে ঐতিহ্যবাহী পন্য সামগ্রী ও দেশীয় পন্যের শত শত ষ্টল বসে। উপজাতি তরুনীরা মনের হরসে করছে কেনাকাটা। রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, ভাগ্য লটারী ও উপজাতীয় পাংখো নৃত্য। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপেজেলা প্রেসক্লাব, গুইমারার সভাপতি এম সাইফুর রহমান, উপদেষ্ট মোঃ আব্দুল আলী, ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।