দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক এর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল ২৯ মার্চ ২০১৭ইং  বুধবার বিকেলে চট্টগ্রাম ১০১, মোমিন রোডস্থ দৈনিক নয়াবাংলা মিলনায়তনে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির উদ্যোগে দৈনিক নয়াবাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আল্হাজ্ব আবদুল্লাহ্ আল্ ছগির এর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিটাগাং সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন কাদেরী শওকত। আলোচনায় অংশগ্রহণ করেন, প্রবীণ সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ ইকবাল, মরহুম আবদুল্লাহ আল ছগীরের বড় ছেলে দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড.এম.এনায়েত উল্লাহ হিরু,মানবাধিকার সংগঠক এন. মোহাম্মদ পুতু, দৈনিক নয়াবাংলার সি: রিাপার্টার ও অন-লাইন সাংবাদিক এম.কে.মোমিন, সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রবীণ সাংবাদিক মিলন বড়–য়া, সাংবাদিক শ্যামল নাথ, কলামিষ্ট মাওলানা মাহমুদুল হক আনসারী, মরহুমের কনিষ্ঠ পুত্র ব্যাংকার বি.এম. এহসানুল কাদের, মাওলানা শফিক উল্লাহ খান, সাংবাদিক এম.এ. আক্কাছ, মরহুমের নাতি জগলুল এম. রাফসান, ফজলে গাফ্ফার পলাশ, ফজলে ফাহিম প্রমুখ। আলোচনায় প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত বলেন, মরহুম আবদুল্লাহ আল ছগীর দেশের জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে সংবাদপত্র প্রকাশ করেছিলেন। বিট্রিশ ভারতে খ্যাতনামা ব্যক্তিরা সংবাদপত্র প্রকাশ করেন জনগণের সমস্যা, অভাব, অভিযোগ, দুঃখ-দুর্দশা তুলে ধরার জন্য। আবদুল্লাহ আল ছগীর সেই খ্যাতনামা ব্যক্তিদের অনুসরনীয় সহকর্মী ছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, অবসরপ্রাপ্ত দুর্নীতিবাজ ঘুষখোর আমলা, চোরাকারবারী, ভূমিদস্যু এবং কালো টাকার মালিকেরা এখন সংবাদপত্রের মালিক সেজে সমাজের রন্দ্রে রন্দ্রে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন বলেন, ‘‘মরহুম আবদুল্লাহ আল ছগীর ছিলেন স্পষ্টবাদী, প্রতিবাদী ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী একজন নির্ভেজাল সম্পাদক। তাঁর মতো চরিত্রবান, নির্লোভ, নিরহংকার সম্পাদক বর্তমান সমাজে অত্যন্ত বিরল। তিনি আরো বলেন, মরহুম আবদুল্লাহ আল ছগীর ছিলেন চট্টগ্রামের আধুনিক প্রযুক্তির সংবাদপত্রের জনক। আবদুল্লাহ আল ছগীর ও তাঁর প্রতিষ্ঠিত দৈনিক নয়াবাংলা একটি মৌলিক সংবাদপত্র বলে তিনি অভিমত প্রকাশ করেন’’। দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড.এম.এনায়েত উল্লাহ বলেন, আমার পিতা আবদুল্লাহ আল ছগীর চট্টগ্রামের সর্বস্তরের জনগণের কাছে গ্রহণীয় ও পূজনীয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর আদর্শকে ধারণ করেই দৈনিক নয়াবাংলা ভবিষ্যতে জনগণের সেবা করে যাবে – এ ব্যাপারে দৈনিক নয়াবাংলা পরিবারের পক্ষ থেকে আমরা চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি। পূর্বাহ্নে আন্দরকিল্লাস্থ শাহী জামে মসজিদে বাদে আছর মরহুম আবদুল্লাহ আল ছগীরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মরহুম আবদুল্লাহ-আল ছগীরের গ্রামের বাড়ী হাটহাজারীর গড়দুয়ারায় খতমে কোরআন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। এতে দৈনিক নয়া বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক বি.এম. মঞ্জুর এলাহী খোকন সহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031