নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে ৪০পিচ ইয়াবা ও ৪০ পুরিয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। রোববার (২৬ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার এ এস আই মতিন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার নয়াবাড়ি ব্রীজের ওপর থেকে গ্রেফতার করে নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালি গ্রামের সিদ্দিক শেখের ছেলে মাদক ব্যবসায়ী আরব আলী (২৫) কে ৪০পিচ ইয়াবা ও ৪০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে। নড়াই পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার পরও এরা মাদকের ব্যবসা করে যাচ্ছিল। যেভাবেই হোক নড়াইল জেলাকে মাদক মুক্ত করে প্রথম মাদক মুক্ত জেলা হিসাবে নড়াইলকে ঘোষণা করা হবে বলে সকলের সহযোগিতা কামনা করেন। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান, বলেন মাদক ব্যবসায়ী আরব আলী (২৫)কে ৪০পিচ ইয়াবা ও ৪০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।