শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন করে কেউ প্রশ্নপত্র ফাঁস করার সুযোগ পাবে না। বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।২৯ মার্চ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় তিনি এ সব কথা বলেন।সভায় মন্ত্রী বলেন, ইতোমধ্যে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। নজরদারিতে রয়েছে আরও অনেকে। প্রমাণ পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে গুরুত্ব দিয়ে মনিটরিং করছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা সচিব মো. আলমগীর হোসেন ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।সারাদেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরদিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …