শিরোনাম
প্রচ্ছদ / নারী ও শিশু / বঙ্গবন্ধুর কারনেই আমরা স্বাধীন দেশ পেয়েছি—বীর বাহাদুর এমপি

বঙ্গবন্ধুর কারনেই আমরা স্বাধীন দেশ পেয়েছি—বীর বাহাদুর এমপি

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। ১৯৭১ সালে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর কারনেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি বেঁচে থাকলে দেশ অনেক আগেই অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিনত হতো বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে, তাতেই দ্রুত দেশ এগিয়ে যাবো।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া পার্বত্য দূর্গম এলাকায় পৌছে গেছে। পার্বত্য এলাকায় সরকারের উন্নয়নে সড়ক যোগাযোগ, ব্রিজ, শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূর্ণরায় আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজার মাঠ থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মানস কুমার দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি মোঃ হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথক ভাবে কেক কাটে জন্ম বার্ষিকী পালন করেন।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …