জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিন জেলা এবং মহানগর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থানা কমিটির উদ্যোগে দিন ব্যাপী কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। এসব কর্মসূচীর মধ্য ছিল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান,কেক কাটা, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবন বৃত্তিক আলোচনা সভা। চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অন্ষ্ঠুান রাত ৮ ঘটিকায় জিপিও চত্তরে সংগঠন মহানগর সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রায়হান নেওয়াজ সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত ও মহানগর সৈনিক লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাদা মাসুদ আকবরী, উত্তর জেলার সভাপতি বকতেয়ার হোসেন তালুকদার, মহানগর সহ সভাপতি মাহবুবুর রহমান পূর্ব সহ মহানগর সম্পাদক মন্ডলী সদস্য বৃন্দ এ ছাড়া ২৮নং পাঠানটুলী ওয়ার্ড সৈনীক লীগের কেক কাটা ও আলোচনা সভা ওয়ার্ড আহ্বায়ক ইউনুস সর্দ্দারের সভাপতিত্বে সকাল ৯ ঘটিকায়, ২৯নং ওয়ার্ড সৈনিক লীগের কেক কাটা ও আলোচনা সভা সকাল ১০ ঘটিকায় যুগীঁ চাঁদ মসজিদ লেইনস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে ওয়ার্ড সৈনিক নেতা আরিফ মহি উদ্দিনের সভাপত্বি ৩০ নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ড সৈনিক লীগের সভা ও কেক কাটা অনুষ্ঠিন, সকাল ১০.৩০ ঘটিকায় পূর্ব মাদারবাড়ী, মাঝিরঘাট লেইন। মহানগর সৈনিক লীগের সহ সভাপত্তি মাহবুবুর রহমান পূর্ব এর সভাপতিত্বে, সদরঘাট থানার সৈনিক লীগের কেক কাটা ও আলোচনা সভা সকাল ১১.৪৫ মিনিটে রবিউল হাসানের সভাপতিত্বে,৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড সৈনিক লীগের আলোচনা সভাও কেক কাটা অনুষ্ঠান, ফিরিঙ্গী বাজার মোড়ে, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে ,১২.৩০ মিনিটে, ৩৪নং ওয়ার্ড পাথর ঘাটা ওয়ার্ড সৈনিক লীগের কেক কাটা ও বঙ্গবন্ধুর জীবন বৃত্তি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, দুপুর ২. ঘটিকায়, মহানগর সৈনিক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ সফি উল্লাহ সভাপতিত্বে, ডবলমুরিং থানার সৈনিক লীগের আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠান, চৌমুহনী মোড়ে, বিকাল ৩.০০ ঘটিকায় সৈনিক লীগ নেতা মোঃ মনির হোসেনের সভাপতিত্বে, পাঁচ লাইশ থানার সৈনিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান, বিকাল ৪.০০ ঘটিকায়। সংঘঠনের সভাপতি মোঃ ইলিয়াছের সভাপতিত্বে বিবির হাট মোড়ে, ৯নং উত্তর কাট্টলী ওয়ার্ড সৈনিক লীগের আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠান, সন্ধ্যা ৬.০০ ঘটিকায় মোঃ তাহের মামার সভাপতিত্বে একে খান মোড়ে, বায়েজীদ থানার সৈনিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান রাত ৮.০০ ঘটিকায় সংগঠনের আহব্বায়ক নাছির উদ্দিন সাকির সভাপত্বিতে বায়েজিদ থানার সামনে অনুষ্ঠিত হয়।