জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে ৩দিন ব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীতে সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর। এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহমদ, সাধারণ সম্পাদক শাহ্ এমরান রোকন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে গেছে। তেমনি সমৃদ্ধশীল হয়েছে পাবর্ত্যাঞ্চলও। পাহাড়ের মানুষদের জীবনধারা অনেক অগ্রগতি হয়েছে। সরকারের আন্তরিকতা শিক্ষা, চাকরী ও উন্নয়নের জোয়ার বইছে পার্বত্যাঞ্চল।
বক্তারা আরও বলেন, সরকার সকল ক্ষেত্রে জনগনের সুখ শান্তিতে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়ার অঙ্গিকার বদ্ধ। তাই পার্বত্যাঞ্চলে সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ কাজ করাতে হবে।
বক্তরা আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশ পরিচালনার দায়িত্ব হাতে নেওয়ার পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা খুনিদের বিচার কাজ শুরু করেছে। তিনি দেশকে একটি উন্নয়নশীল ও সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিনত করেছে। যা অন্যকোন সরকার করতে পারেনি। তিনি সকল ক্ষেত্রে জনগনের সুখ শান্তিতে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ গড়ার অঙ্গিকার করেছেন। জননেত্রীর সে অঙ্গীকার পুরনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
৩দিনের অনুষ্ঠান মালায় আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা এবং শুক্রবার (১৭মার্চ) সমাপনী অনুষ্ঠান মালায় বিকাল ৪টায় রাঙ্গামাটি সরকারী কলেজ গেইট হতে বঙ্গবন্ধু ভাস্কর্য পর্যন্ত বর্ণাঢ্য র্যালি শেষে বঙ্গবন্ধুর পাদদেশে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।