শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / “বর্জ্য পানির পুনব্যবহার মানে অপচয় প্রতিরোধ” ! ঝিনাইদহে র‌্যালী বিশ্ব পানি দিবস উপলক্ষে !

“বর্জ্য পানির পুনব্যবহার মানে অপচয় প্রতিরোধ” ! ঝিনাইদহে র‌্যালী বিশ্ব পানি দিবস উপলক্ষে !

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ “বর্জ্য পানির পুনব্যবহার মানে অপচয় প্রতিরোধ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কনক কুমার বিশ্বাস। সেসময় বক্তারা, পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে বর্জ্য পানি শোধন করে পুনরায় ব্যবহার করার  জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …