১০ই মার্চ ২০১৭, শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত “টিউমার ও ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি” বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় সংসদের মহা-সচিব ডা. অঞ্জন কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ডা. চয়নকৃষ্ণ দাশ। বিশেষ অতিথি ছিলেন বাহোপ মহা নগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে, জেলা সহ-সভাপতি ডা. মোহাম্মদ আবদুর রহমান, ডা. সাধুন চন্দ্র পাল, অধ্যাপক ডা. যহরলাল ভট্টাচার্য্য আলহাজ, ডা. এস.এম ছালেহ জাহাঙ্গীর, ডা. আ.ক.ম রফিকুল ইসলাম, ডা. এম.এ গণি, ডা. সাকিনা আকতার লাকী, ডা. সুজিত কুমার পাল। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ “টিউমার ও ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রীয় স্বাস্থ্য ও ত্রান সম্পাদক লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস। প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের সঞ্চালনায় প্রবন্ধের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন ডা: প্রণব রঞ্জন বিশ্বাস, ডা. রতন কুমার বণিক, ডা. মঞ্জুর চৌধুরী, ডা. মোহাম্মদ ইয়াদুল রিফাত, ডা. লুৎফুনেসা, ডা. সুবির দত্ত, ডা. মোহাম্মদ সাজেদ উল্লাহ, ডা. নুরুল ইসলাম, প্রধান অতিথি বলেন হোমিওপ্যাথি রোগের নাম ধরে যেহেতু চিকিৎসা করে না, রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক চিকিৎসা করেন, সেহেতু টিউমার ও ক্যান্সার চিকিৎসার হোমিওপ্যাথি সফলতা খুব বেশি বর্তমান সময়ে।