পর্যটন জেলা বান্দরবানকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা এবং জঙ্গীবাাদ ও সন্ত্রাসমুক্ত রাখতে বান্দরবানে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি ও জেলা আইন-শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, বাংলাদেশে অবস্থানরত মায়ানমারের শরনার্থী এবং অবৈধভাবে অনুপ্রবেশকারী মায়ানমার নাগরিকদের বিষয়ে প্রশাসন সর্বদা সর্তক রয়েছে। তিনি আরো বলেন, অপরিচিত কাউকে বাড়ি ভাড়া দেওয়া থেকে বিরত থাকা ও এলাকায় অপরিচিত আগমনকারী লোকদের ব্যাপারে প্রশাসনকে অবগত করা ও রাষ্ট্রের আইনশৃংখলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবাণ চাকমা জানান, বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য গোয়েন্দা নজরদারীসহ স্পর্শকাতর পর্যটন এলাকাসমূহে পর্যটকদের নিরপত্তা জোরদার করার কথা জানান এবং পর্যটন জেলা বান্দরবানকে নিরাপদ, শান্তিপূর্ণ এবং জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, ১২ ইষ্ট বেঙ্গলের মেজর আসিফ, এন এস আইয়ের উপ-পরিচালক মোঃ শাহজাহান, জেল সুপার রিজিয়া বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ, বিজিবি ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।