॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে সদ্য ঘোষিত কমিটি থেকে বিএনপি’র ১০নেতা তাদের নিজ নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকালে বান্দরবান জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে তারা এ সংবাদ সম্মেলন করে।
এসময় নেতারা বলেন, গত ১লা মার্চ তৃণমূল নেতা ও কাউন্সিলরদের মতামতকে উপেক্ষা করে বান্দরবান জেলা বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। অগণতান্ত্রিক ভাবে তৃণমূল নেতাদের মতামতকে উপেক্ষা করে দলে কাজ করা সম্ভব নয়। এ জন্যই আমরা সদ্য ঘোষিত আংশিক কমিটি থেকে নিজ নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, লামা উপজেলা বিএনপি’র সভাপতি আমির হোসেন আমু, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে নেতারা বিএনপি’র মহাসচিব এর মাধ্যমে চেয়ারপার্সন বরাবরে লিখিত আবেদন প্রেরণ করে।