সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৮ ঘণ্টায় ১৬০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দুবাই পুলিশ কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল আরিফ গারেব আল-শামসি জানান, সোমবার দিবাগত ১২টা মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ সময়ে আমাদের পুলিশ কন্ট্রোল রুমে অন্তত এক হাজার ৪শ ২৩টি কল পেয়েছি।
তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় চালক এবং রাস্তা ব্যবহারকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং মনোযোগ দেয়া উচিত। চালকদের ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।