ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৈদ্দেরপুল এলাকায় যাত্রীবাহি বাসের চাপায় জসিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। রবিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়,নিহত জসিমের বাড়ি জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। স্থানীয়রা জানান, লালমোহন থেকে মোটরসাইকেলে করে কুঞ্জেরহাট যাচ্ছিলেন জসিম। পথে বৈদ্দেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা সাহারা নামের একটি যাত্রীবাহি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) অসীম কুমার সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।