নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের জয়পুর মায়ের সাথে অভিমান করে ৫ম শ্রেণির ছাত্রী রাবেয়া খানম (১০) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে নড়াইলের জয়পুর ইউনিয়নের চর আড়িয়ার গ্রামের পশ্চিম পাড়ার জিন্দার শেখের মেয়ে চর আড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সে বেশ কিছুদিন বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমুজ্জামান গত সোমবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে এসে ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া তাগিদ দেয়। এ সময় রাবেয়ার মা চিকদানা বেগম মেয়ের সাথে গালমন্দসহ রাগারাগি করে। বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাবেয়া মায়ের সাথে অভিমান করে নিজ বাড়িতে ঘরৈর মধ্যে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নড়াইলে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, রহস্যঘনীভূত! ময়না তদন্তছাড়াই দাফন সম্পন্ন এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। পরে রাতেই নিজ বাড়িতে লাশের দাফন সম্পন্ন হয়েছে। থানার এস.আই এস.এম সবুর বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।