গত ২রা মার্চ রাঙ্গামাটির শিল্পকলা একাডেমীতে অত্যন্ত জাঁকজমকের সাথে ১০টি বিষয়ে ১০ (দশ) জন গুনী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটি অত্যন্ত মনগড়া ছিল। কিন্তু তারিমধ্যে যেটি অত্যন্ত দৃষ্টি কটু লেগেছে সেটি হচ্ছে সম্মানিতদেরকে অসম্মান করা হয়েছে। এতে করে ২/১ জন সম্মানিত ব্যক্তি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে।
প্রথমতঃ সম্মানিতদের দর্শকদের গ্যালারীর মাঝখানে বসানো হয়েছে। ২য়তঃ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে উত্তরীয় পরানো হয়েছে।
বতৃতা শেষে সম্মানিতদের উত্তরীয় ক্রাষ্ট নগদ অর্থ ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছে পরে ষ্টেজের পিছন সারিতে দাঁড়িয়ে ফটো সেশন করেছে।
প্রথমদিকে তাদেরকে দর্শকদের সামনের আসনে বসানো উচিত ছিলো। এবং অতিথিদের সাথে উত্তরীয় পরিয়ে ষ্টেজে বসানো সঠিক ছিলো।
ভবিষ্যতে যেন এ ধরনের কোন অনুষ্ঠানে এরকম দৃস্টি কটু দেখা যায় মতো কিছু না করা থেকে বিরত থাকা।