সাংবাদিক এম. আলী হোসেনের মায়ের মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিল
রায়পুর জনকল্যাণ সংস্হার সাধারণ সভায় সাংবাদিক এম. আলী হোসেনের মা মাবিয়া খাতুনের মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর। ২১ ফেব্রুয়ারী জোহরের আগে রায়পুর গাউছিয়া মাদ্রসা হল রুমে এই দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।এই মাহফিলে মাষ্টার আহমদ ছফা সভাপতিত্ব করেন ও সকল সদস্যগণ মুনাজাতে অংশ নেন। প্রসংগত মরহুমা মাবিয়া খাতুনের মেঝো ছেলে সাংবাদিক এম. আলী হোসেন এই সংস্হার সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচিত সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওই সংস্হার আহবায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।