শিরোনাম
প্রচ্ছদ / খেলা / স্পোটিং ক্লাব দি দেওতলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

স্পোটিং ক্লাব দি দেওতলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

স্পোটিং ক্লাব দি দেওতলা কর্তৃক আয়োজিত ৩য় তম অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০১৭ দেওতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সংগঠনের সভাপতি মো.সাজ্জাদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো.শাহেদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশীদ চৌধুরী (আশরাফ)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পূজা কমিটির সভাপতি বাবুল ঘোষ (বাবুন)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমজম ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মালেক, মোরশেদ হোসেন চৌধুরী, এম.এ রহিম, ভিংরোল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবলু, সাবেক মেম্বার মো: নয়ন, সাংবাদিক হান্নান রহিম তালুকদার প্রমুখ। ফুটবল একদাশ পাটনীকোঠা বনাম ওষখাইন যুব কল্যাণ পরিষদ এর মধ্যে উক্ত ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন ওষখাইন যুব কল্যাণ পরিষদ।

 

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …