৩ কোটি ৬০ লাখ টাকার পরিত্যাক্ত ইয়াবা উদ্ধার
॥ মুহাম্মদ জুবাইর, টেকনাফ ॥ টেকনাফে পরিত্যাক্ত ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিজিবি। ১৩ মার্চ সোমবার সকাল ৭ টার দিকে সাবরাং আলোগুলা প্রজেক্ট সংলগ্ন নাফনদী দিয়ে বাংলাদেশে ইয়াবার বড় একটি চালান প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবি‘র একটি দল লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদের নেতৃত্বে ঐ এলাকায় ওৎপেতে থাকে। এ সময় কয়েক জন লোক একটি বস্তা নিয়ে আসতে দেখে। বিজিবি‘র সদস্যের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে কেওড়া বনের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর ৩ কোটি ৬০ লাখ টাকা মুল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায। ২ বিজিবি‘র অধিনায়ক আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরে উর্ধতন কর্মকর্তাও সাংবাদিকদের সামসে ধংস করা হবে।