অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুলাই-আগস্টের দিকে পূর্ণাঙ্গ সফর খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান।
রোববার শ্রীলংকায় বাংলাদেশের টিম হোটেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি সাংবাদিকদের জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির সঙ্গে সফরের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই প্রেক্ষিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।
এদিকে এ বছর সিরিজ খেলতে আসলে পরপর তিনবার বাংলাদেশ সফর হবে পাকিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশের দু’বার সফরে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যায়নি টাইগার বাহিনী।
এক্ষেত্রে পাকিস্তানের দাবি ছিল- সিরিজ থেকে প্রাপ্ত আয় পিসিবির সঙ্গে যেন ভাগ করে নেয় বিসিবি।
এবারের সফরের আগে সেই টাকা দাবি করে পিসিবি। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পথে রয়েছে বলে জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ।