বান্দরবানে অস্ত্র ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

॥ বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মোঃ খালিকুর রহমান, এএসআই মকছুদ আহমদ, এএসআই এস.এম রাশেদ এবং সঙ্গীয় ফোর্স কনস্টেবল ইফতে খাইরুল হাসানসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় বান্দরবান সদর থানাধীন রেইচা বাজারের দক্ষিণে ঝিরির পাশে মোঃ কামাল হোসেন এর বসতঘরে আসামী কামাল হোসেন এবং তার সহযোগী ২/৩ জন ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সশস্ত্র অবস্থায় অবস্থান করছে এমন গোপন সূত্রে সংবাদ পেয়ে গতকাল রবিবার  ভোর ৫টায় ৩নং সদর, সুয়ালক ইউপি এলাকায় রাত্রীকালীন পেট্রোল-২ ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই দিদারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ মোঃ কামাল হোসেনের বাড়ির সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ কামাল হোসেন (৩৪), পিতা-মোঃ কালা মিয়া, মাতা-মৃত নয়ন সোনা, সাং-রেইছা বাজার, ১নং ওয়ার্ড, ৩নং সদর ইউপি, থানা ও জেলা-বান্দরবানকে গ্রেফতার করা হয়।
এসময় স্থানীয় মেম্বার নুরুন্নবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে আসামী মোঃ কামাল হোসেনের দেহ তল্লাশী করার সময় তার পরণের প্যান্টের পেছনে কোমরে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এল.জি, যার ভিতরে লোড করা অবস্থায় একটি কার্তুজ এবং প্যান্টের পকেটে থাকা ১০ পিচ ইয়াবা ট্যাবলেট পেয়ে সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, পলাতক আসামী লিটন দাশ (৩৮), পিতা-মৃত শীতল দাশ, মাতা-সুইতারা দাশ, সাং-শীতইল্যা ঘোনাপাড়া, রেইছা, ১নং ওয়ার্ড, সদর ইউপি, থানা ও জেলা-বান্দরবানসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা উক্ত বসতঘরে বর্ণিত অস্ত্রশস্ত্রসহ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করেছিল।
এই সংক্রান্তে বান্দরবান সদর থানায় গ্রেফতারকৃত আসামী, পলাতক আসামী এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930