ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করছে ফেইসবুক: প্রতিমন্ত্রী

বাংলাদেশের অনেক ফেইসবুক ব্যবহারকারী শনিবার সকালে হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ পান এবং তা সচল করতে গিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হয় বলে গণমাধ্যমের খবর।

এই প্রেক্ষাপটে রোববার তারানা হালিম জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েই বাংলাদেশের ভুয়া পেইজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেইসবুক।

তিনি বলেন, “আমাদের পাওয়া বিভিন্ন ফেইক আইডিগুলো আমরা পাঠিয়ে দিয়েছি, ওগুলো বন্ধের কাজ চলছে। তারা (ফেইসবুক) নিজ উদ্যোগেও কিছু করছে।

“আমরা যেগুলো পাঠিয়েছি সেগুলো শুধু ভিআইপিদের।”

ওই তালিকায় থাকা আইডির সংখ্যা নির্দিষ্ট করে না বললেও তা ‘অনেক’ বলে জানান তারানা হালিম।

“তারপরও আমরা বলেছি অন্য ফেইক আইডিগুলোও দেখতে হবে।”

দেশের ভিআইপি ও সংসদ সদস্যদের নামে খোলা ভুয়া ‘ফেইসবুক পেইজগুলো’ শিগগিরই বন্ধ করে দেওয়া হবে বলে গত ১০ এপ্রিল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

সংসদ সদস্য ও ভিআইপিদের পেইজগুলো ‘ভেরিফায়েড’ হয়ে গেলে তাদের নামে থাকা অন্য পেইজগুলো ‘ভুয়া হিসেবে’ চিহ্নিত হবে বলে সে সময় জানান তিনি।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930