মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে এলজি ও ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি

॥ মাটিরাঙ্গা প্রতিনিধি ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম বেদান্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি ও ভারতীয় বেশ কিছু রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় দুই বোতল ভারতীয় মদ ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। পলাশপুর বিজিবি জোন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-(ইউপিডিএফ) স্বশস্ত্র সন্ত্রাসীরা চাঁদাবাজি করে আসছে। সম্প্রতি বেদান্তপাড়ায় তারা সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পলাশপুর (৪০ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ আহমেদ এর নেতৃত্বে বিজিবির একটি সি-টাইফ টহলদল অভিযান চালিয়ে একটি পরিত্যাক্ত বাসা থেকে এলজিসহ এসব উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যায় বলেও জানা গেছে।  উদ্ধারকৃত এলজি, ভারতীয় রুপি ও চাঁদা আদায়ের রশিদ বই মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন টিটু।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930