অনেকদিন ধরেই বলিউডে নেই সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সবশেষ ২০১৫ সালে ‘নির্বাক’ ছবিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। এরপর থেকে অনেকটাই আড়ালে চলে গেছেন। শেষবারের বিশ্ব সুন্দরীর বিচারক হিসেবে অবশ্য তাকে পাওয়া গেছে। কিন্তু টিভি পর্দা কিংবা চলচ্চিত্রে একেবারেই নেই সুস্মিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে তেমন একটা পাওয়া যায় না। তবে এবার আড়াল ভাঙলেন এ অভিনেত্রী। তাও আবার মেয়েকে নিয়ে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা। ওই ভিডিওতে ছোট মেয়ে আলিশা ছিল তার সঙ্গে। ইনস্টাগ্রামে পোস্ট করার পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দারুণ ভঙ্গিমায় ও খোলামেলাম পোশাকে মজা করে মেয়ের সঙ্গে নাচতে দেখা যায় সুস্মিতাকে। এ ভিডিওর বিপরীতে ভক্তরা সুস্মিতা ও তার মেয়ের এই ভিডিওর প্রশংসায় ছিল পঞ্চমুখ।