রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে জাক বিরোধী অভিযান
২ টি জাক বিনস্ট,১০ জনকে জেল ও জরিমানা
কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে মাছ আহরনওে কাছে অবৈধ ভাবে নির্মিত জাক অপসারনের লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর যৌথ উদ্যোগে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের অংশ হিসাবে মৎস্য উন্নয়ন কর্পোরেমন কাপ্তাই কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক কমান্ডার মোঃ আছাদুজ্জামান এর নেতৃত্বে বরকল উপজেলার কাপ্তাই হ্রদ এর কান্নছড়ি এলাকার ২ টি জাক ধ্বংস করা হয়। এই সময় জাকে ব্যবহৃত জাল ও ১ টি নৌকা আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম রিয়াদ হাসান গৌরবেরউপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাক পরিচালনায় জড়িত ১ জন জেলেকে ২ দিনের জেলা এবং ৯ জন জেলেকে আর্থিক জরিমানা করা হয়।