শিরোনাম
প্রচ্ছদ / কক্সবাজার / এখনো মিয়ানমার কারাগারে সেন্টমার্টিনের ৬ জেলে, ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের

এখনো মিয়ানমার কারাগারে সেন্টমার্টিনের ৬ জেলে, ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের

সেন্টমার্টিন দ্বীপের একটি ফিশিং বোট  ৬ জন মাঝিমাল্লাসহ  মিয়ানমারের  বিজিপি ( পুলিশ) এর হাতে আটক হয়ে এখনো মিয়ানমার কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। তাদের স্বজনরা অনহারে অর্ধহারে থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তাদের পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে  ৯ নভেম্বর ২০১৬ ইং তারিখে প্রতিদিনের ন্যায়  সেন্টমার্টিন দ্বীপের কোনা পাড়ার মৃত জাফর আহমদ এর ছেলে নাসির উদ্দিনের মালিকাধীন ফিশিং বোট ৬ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে গেলে  মিয়ানমারের বিজিপি ( পুলিশ) তাদের বোটসহ আটক করে মাঝিমাল্লাদের  কারাগারে বন্দী করে রাখে।এদিকে লেখালেখি ও বিভিন্ন মন্ত্রণালয় আবেদনের পরও স্বজনরা দেশে ফিরে না আসায়  বোটমালিকসহ স্বজনদের মাঝে উদ্ধেগ উৎকন্টে দিন কাঠাচ্ছে।আটক কৃতরা হলেন, হামিদ হোসেন, ফজল আহমদ, মোহাম্মদ হাশিম, মোঃ রশিদ উল্লাহ, সাদ্দাম হোসেন,  মোঃ হোসেন। সবাই সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা।
টেকনাফ ২ বিজিবর অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম বলেন, মিয়ানমার কারাগারে বন্দী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সে দেশের বিজিপির সঙ্গে যোগাোযাগ হয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব ফেরত আনা হবে।

পড়ে দেখুন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো :: ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সিইউজে …