॥ নিজস্ব প্রতিবেদক ॥ সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের জোয়ারের সৃষ্ঠি করেছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্ফূর্ণ, দেশের দারিদ্রতার হার কমে কমে গেছে, জনগনের বার্ষিক আয় বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশের স্বক্ষমতা অর্জন আজ বিশ্ব ব্যাপী সমাদৃত। সরকারের এইসব উন্নয়নের সফলতায় দেশ আজ এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ বেতার, রাংগামাটি কেন্দ্রের আয়োজনে জেলার কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সন্ধ্যায় বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে দর্শক শ্রোতাদের উপস্থিতিতে উন্নয়নের অগ্রযাত্রা বিষয়ক এক বহিরাংগন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ বেতার, রাংগামাটি কেন্দ্রের আন্ঞ্চলিক পরিচালক মোহাম্মদ ছালাহ উদ্দিনএর সভাপতিত্বে অনুষ্ঠিত বহিরাংগন অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম েেচৗধুরী, উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী সহ, বাঙলাদেশ বেতার এর কর্মকর্তা এবঙ উপজেলা পরিষদের জনপ্রতিনিধি গন বক্তব্য রাখেন।
ফিরোজা বেগম চিনু বলেন পার্বত্য চট্টগ্রামকে এক সময় বলা হতো পশ্চাদপদ এলাকা । আজ এই পার্বত্য জেলার সর্বত্র উন্নয়নের ছোয়া লেগেছে । এখানকার কৃষি, শিক্ষা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি সহ প্রতিটি সেক্টরে যে উন্নয়ন কাজ হয়েছে তা অতীতে কখনো হয়নি। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৭ সনের ২ রা ডিসেম্বর এখানে স্থায শান্তির দ্বার উম্মোচন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এখানে বিভিন্ন সম্প্রদায়ের েেসৗহার্দমূলক সহবস্থান নিশ্চিত হয়েছে। তবে ষড়যন্ত্রকারী মহল বিভিন্ন সময় এই শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্ঠা চালাচ্ছে। এদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
পরে বাংলাদেশ বেতার রাংগামাটি কেন্দ্র এবং কাউখালী উপজেলার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য এবং সংগীতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর কৃষ্টি এবং সংস্কৃতি সহ দেশের স্বাধীনতা এবং উন্নয়ন চিত্র উপস্থাপন করেন।