বিশ্ব মা দিবস ২০১৭উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের মা ফাতেমা জোহরা বেগমকে রত্মগর্ভা সম্মননা প্রদান করেছেন। ১৪ মে রবিবার সকালে নগরীর আন্দরকিল্লা নজির আহমদ সড়কস্থ মোহাদ্দেছ ভিলা মেয়রের বাসভবনে ফাতেমা জোহরা বেগমকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করে ফাতেমা জোহরা বেগম বলেন পৃথিবীর প্রত্যেক মা সন্তানের সুখে সুখী ও গর্ভে গর্বিত হতে চায়। সন্তানই হচ্ছে মায়ের পরম সম্পদ। কোন সন্তান যদি বিপদগামী হয় মায়ের কষ্টের সীমা থাকে না। মনে হয় তার মাতৃজীবনটাই বৃথায়। তিনি আরো বলেন একজন মা তখনই সার্থক হন তার সন্তান যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠে। মানুষের সেবায় ও কল্যাণে নিবেদিত হয়েছে এবং সমাজকে কর্মে-সৃজনে আলোকিত করেছে। আমি সত্যি কৃতার্থ। আমার সন্তান নাছির আজ ৬০ লক্ষ নগরবাসীর অভিভাবক। সে যদি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সফল হয় তাহলে আমিও ধন্য হব এবং পরকালে শান্তি খুঁজে পাবো। তিনি বর্তমান প্রজন্মের সন্তানদের উদ্দেশ্যে বলেন তোমরা দেশকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। মনে রাখতে হবে জীবনটাই শুধু নিজের জন্য বাঁচা নয়। বাঁচতে হবে একটি সুখী পৃথিবীর জন্য। আজকে যারা তরুণ শিক্ষিত ও মেধাবী তারা নানা কারণে বিপথগামী হচ্ছে। তাই মা বাবাদের কঠিন দায়িত্ব তাদের সন্তানরা যাতে বিপথগামী না হয়। এ সময় মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন প্রত্যেকের মাকে শ্রদ্ধা ও সম্মান প্রর্দশন করা উচিত। কারণ মা একটি মানুষের জীবনে সবচেয়ে বড় ছায়া। রোধ বৃষ্টিতে আগলে রাখে। তাই মায়ের সেবা মানে দেশ ও মাতৃকার সেবা। রতœগর্ভা স্মারক সম্মাননা প্রদানকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন ফাতেমা জোহরা এমন একজন মা যিনি প্রতিকূলতা ডিঙ্গিয়ে তার সন্তানদের যোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। এই সমস্ত মায়েরাই আমাদের প্রেরণা। তিনি মাতৃজাতির অহংকার। রতœাগর্ভা সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক চসিক কাউন্সিলর নারী নেত্রী হাসিনা জাফর, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মো: জহির, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, পুলক খাস্তগীর, প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, সংস্কৃতিকর্মী রবিউল ইসলাম, মুহাম্মদ আবদুর রহিম চৌধুরী, মাসুদ উদ্দিন হামেদ নেওয়াজ, দেবু বড়ুয়া, শ্রাবণী দে, শ্রমিক নেতা ঋষি তালুকদার প্রমুখ। মেয়র মাতা ফাতেমা জোহরা বেগমকে রত্মাগর্ভা স্মারক সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেন ব্ঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।