টেকনাফঃ-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন ‘জমিদারী কাঁড়ি’ নামক সড়ক বেহাল দশা ও অবহেলায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘবছর সড়কটির উন্নয়ন কাজ না হওয়ায় বর্ষার পানি চলাচলের ফলে মাঠি সরে গিয়ে একেবারে বিলীন হওয়ার পথে। বৃটিশ আমল হতে চলাচলকারী সড়কটি বটতলী বাজার হতে পূর্ব-পশ্চিম মেরিন ড্রাইভ সড়কে লাগোয়া প্রায় দেড় কিলোমিটার।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী-মহেশখালী গ্রামের মাঝামাঝি স্থানে সড়কটির অবস্থান। বৃটিশ আমলে চলাচলকারী সড়কটি বটতলী বাজার হতে পূর্ব-পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার। এসড়ক দিয়ে প্রতিদিন বঙ্গোপসাগরে মৎস আহরনকারী জেলে, ব্যবসায়ী শ্রমিকর ও এলাকার জনসাধারন যাতায়াত করে। বৃটিশ আমল হতে চলাচলকারী বটতলী বাজার হয়ে মহেষখালিয়া পাড়া ও তুলাতলী গ্রামের উপর দিয়ে যাওয়া ‘জমিদারী কাঁড়ি’ নামক সড়কটির এপর্যন্ত উন্নয়ন কাজ না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় জনসধারন।
এক সময়ে যখন যোগাযোগের কোন সু-ব্যবস্থা ছিলনা তখন একমাত্র মাধ্যম ছিল এ ‘জমিদারি কাঁড়ি’ নামের সড়কটি। ঐ সড়ক দিয়ে টেকনাফ পৌর এলাকার কয়েক গ্রাম ও সদর ইউনিয়নের ৩, ৪, ৫ নং ওয়ার্ডের জেলে, ব্যবসায়ী ও মৎস শ্রমিকরা সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম। এটি সংস্কার বা নির্মিত হলে সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা স্বল্প সময়ে নৌঘাটে পৌঁছতে সক্ষম হবে।
টেকনাফ উপজেলা সদর থেকে নব নির্মিত মেরিন ড্রাইভ সড়কে যাওয়ার জন্য ‘জমিদারী কাঁড়ি’ সড়কটিও ব্যবহার করা যেতে পারে। এই সড়কটি দ্রুত সময়ে সংস্কার করলে টেকনাফ বাস ষ্টেশন হয়ে বটতলী বাজার থেকে দ্রুত সময়ে মেরিন ড্রাইভ সড়কে পৌঁছা সম্ভব।
এদিকে সড়কটি সংস্কার না থাকায় উপজেলা সদর থেকে ঐ সড়ক দিয়ে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে রয়েছে। বর্তমানে জেলেরা মাছ শিকার করে উপজেলা সদরে এসে সহজে বিক্রি করতে পারছেনা। মহেশখালীয়া পাড়ার মোঃ তৈয়ুব প্রকাশ সোনালী জানান, ‘জমিদারী কাঁড়ি’ সড়কটির সংস্কার বা নতুন নির্মিত হলে এতদাঞ্চলের জনসাধারনের আমুল পরিবর্তনসহ যোগাযোগের জন্য সহজতর হবে। তিনি উপজেলা চেয়ারম্যান ও এমপি মহোদয়ের হস্থক্ষেপ কামনা করেছেন।
মাছ ব্যবসায়ী আবদুস সালাম (ছালাম) জানান, প্রতিদিন জেলেরা মাছ শিকার করে বাজারে তুলতে সহজ যোগাযোগের অভাবে চরম ভোগান্তি পোহাতে হয়। ‘জমিদারি কাঁড়ি’ সড়কটি নির্মাণ হলে এই ভোগান্তি থেকে শত শত মানুষ ও ব্যবসায়ী রক্ষা পাবে।
বর্তমান সময়ে সড়ক যোগাযোগ ক্ষেত্রে সরকার আমুল পরিবর্তন এনেছে। এধারাবাহিকতায় অত্র সড়কটি শিগগিরই নির্মান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান এলাকাবাসী।