॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর জোন এ এসব সেলাইমেশিন বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল জিএম সোহাগ-পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও গরীব দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সদর জোন’র উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাগড়াছড়ির অসহায় মানুষের হাসি ফুটানোর জন্য এবং তাদের সাবলম্বী করতে অত্র জোন সর্বদা আপ্রান চেষ্টা করে এসছে । তারই অংশ হিসেবে এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের এই সময় দরিদ্র পরিবারদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হল। সেলামেশিনের মাধ্যমে পরিবারগুলো যেন তাদের দুঃখ কষ্ঠ দুর করে সাবল¤বী হতে পারে।